ব্যক্তিত্ব গঠনে বইকে বন্ধু হিসেবে বেছে নিন: মোশারফ হোসাইন

জন্ম দিনে বা যেকোন দিবস উপলক্ষ্যে মানুষ একে-অপরকে বিভিন্ন পণ্য সামগ্রী উপহার হিসেবে দিয়ে থাকেন। কিন্তু শেরপুরের ঐতিহ্যবাহী নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এঁর ৪৭তম জন্ম দিনে তাকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি শুভাকাঙ্খি সবাই বই উপহার দিয়ে নজির সৃষ্টি করেছেন।
শুভাকাঙ্খিদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে মোশারফ হোসাইন সবাইকে বই পড়ার প্রতি তাগিদ দেন। তিনি বলেন ‘বইকে বন্ধু হিসেবে বেছে নিন। ভালো বই ভালো বন্ধু ও সুন্দর জীবন গঠনের অন্যতম সহায়ক। পড়া একটি উত্তম অভ্যাস, যা মানুষের জ্ঞান, চিন্তাশক্তি ও ব্যক্তিত্ব গঠনে অসাধারণ ভূমিকা রাখে। প্রতিদিন বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন কিছু সময় করে হলেও বই পড়ার চেষ্টা করুন। এটি ধৈর্য বাড়ানোর পাশাপাশি মনোযোগের উন্নতি ঘটাতে সহায়ক। শুধু পাঠ্যপুস্তক নয়, গল্প, ইতিহাস, জীবনী, বিজ্ঞান, নিজ নিজ ধর্মীয় বইসহ দেশি-বিদেশী নানান বিষয়ের বই পড়ুন। এতে জ্ঞানের পরিধি বিস্তৃৃত হবে। অবশ্যই নিরিবিলি পরিবেশে বই পড়বেন। মনোযোগ ধরে রাখতে নিরিবিলি ও শান্ত পরিবেশ বেছে নেওয়া জরুরি। মোবাইল বা টিভি দেখার সময় থেকে কিছু সময় বাঁচিয়ে হলেও বই পড়ুন, জীবনকে উপভোগ করুন। অকারণে মোবাইল বা টিভিতে সময় নষ্ট না করে সেই সময়টা বই পড়ায় ব্যয় করুন। আপনি যে সকল বই পড়েছেন বা পড়ছেন তার শিক্ষণীয় বিষয় নিয়ে বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের সাথে আলোচনা করুন। এতে বিষয়টি আরও ভালোভাবে বোঝা যাবে এবং অন্যরা উপকৃত হবেন। তবে শুধু বই পড়লেই হবে না, বইয়ের মূল বক্তব্য বোঝার চেষ্টা করতে হবে এবং নিজের জীবনে প্রয়োগ করতে হবে। নতুন বইয়ের সাথে পরিচিত হতে লাইব্রেরী বা বইমেলায় যাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এতে বইয়ের প্রতি আগ্রহ বাড়বে। বই একাকিত্ব দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বই কখনো কাউকে একা হতে দেয়না। মন খারাপ হলে বা উদ্বিগ্ন হলে বই আপনাকে শান্তি দিবে। বই মানুষকে আলোকিত করে, চিন্তাশীল করে এবং সঠিক পথ দেখায়। তাই বই পড়ার অভ্যাস গড়ে তুলুন এবং অন্যকেও বই পড়ায় উৎসাহ দিন। মনে রাখবেন একটি ভালো বই, একজন ভালো বন্ধুর মতো, যা আদর্শ জীবন গঠনের অন্যতম সহায়ক।’
বই উপহার দাতাদের মধ্যে শেরপুর জেলা রক্তদান ও সমাজকল্যাণ সংস্থার ফজলুল রহমান, বিডি আইটি জোনের সত্ত্বাধিকারী ইফতেখার হোসেন পাপ্পু, নকলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, দপ্তর সম্পাদক সেলিম রেজা, স্বাস্থ্য সহকারী হাফছা আইরিন মিলি, বিডি আইটি জোনের কর্মকর্তা সাথী আক্তার, প্রেসক্লাবের সহযোগী সদস্য তরুন সাংবাদিক হাসান মিয়া ও গোলাম আহমেদ লিমন, শিক্ষার্থী মোশাফিরাত তাসনিম নুঝাত, মোশাররাত তাসনিম রায়তা, মোহসিনাত তাসনিম রুফায়দার নাম উল্লেখযোগ্য। তারা জানান, সিনিয়র শিক্ষক নকলা প্রেসক্লাবের সভাপতি প্রথিতযশা সাংবাদিক মো. মোশারফ হোসাইনের পছন্দের তালিকার মধ্যে বই অন্যতম। তাই আমরা সবাই দেশি-বিদেশী বিভিন্ন লেখকের ভালো মানের বই তাকে উপহার হিসেবে দিয়েছি। এতে আমরা যেমন তৃপ্তি পেয়েছি, তিনিও খুব খুশি হয়েছেন। যেকোন অনুষ্ঠানে অন্যান্য উপহারের পাশাপাশি বিভিন্ন বই উপহার লেন-দেনের আহবান জানান মোশারফ হোসাইন।
শুভেচ্ছা বিনিময় শেষে শুভাকাঙ্খিরা সবাই মিলে উপজেলার বানেশ্বরদী এলাকায় স্থাপিত ক্যাফে এন্ড কিডস জোনে নৈশ্য ভোজের আয়োজন করেন। এসময় উল্লেখিত শুভাকাঙ্খি ছাড়াও অস্ট্রেলিয়া প্রবাসি জান্নাতুল জিসা, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান লিজা, মাহিয়া ইসলাম লিমা, শিক্ষার্থী মাহতাব, ত্বাহা, আরিদ, জারির, মোহতাদি মাহমুদ তাহাদী, ক্যাফে এন্ড কিডস জোনের সত্ত্বাধিকারী খন্দকার আহাদুজ্জামান রাসেলসহ অনেকে এ আনন্দময় নৈশ্য ভোজে অংশ গ্রহন করেন।