ঢাকা বৃহঃস্পতিবার, ৭ই আগস্ট ২০২৫, ২৪শে শ্রাবণ ১৪৩২


৩৬ জুলাই বর্ষপূর্তি উপলক্ষে চকরিয়া মোহনা শিল্পী গোষ্ঠির সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত


প্রকাশিত:
৬ আগস্ট ২০২৫ ২২:২৬

কক্সবাজারের চকরিয়া উপজেলার সাড়াজাগানো সাংস্কৃতিক সংগঠন মোহনা শিল্পী গোষ্ঠির উদ্যোগে ৩৬ জুলাই গনঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আলোচনা সভা-দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৬ আগষ্ট (বুধবার) বিকাল সাড়ে তিনটায় চকরিয়া মোহনা শিল্পী গোষ্ঠির হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনা শিল্পী গোষ্ঠির পরিচালক শিল্পী সাইফুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চকরিয়া মোহনা শিল্পী গোষ্ঠির প্রধান উপদেষ্টা ও দুবাই সমিতির সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক,বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান, মোহনা শিল্পী গোষ্ঠির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মোবারক হোসেন জিহান,শামসুল আলম সাঈদি, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের শিক্ষক মাসুমুল হাকিম, মাষ্টার আবু নাঈম, মোহনার সমন্বয়ক দিদারুল ইসলাম ইমন,প্রবালের আবু হুরাইরা প্রমুখ।

অনুষ্ঠান শেষে জুলাই শহীদদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।