ঢাকা বৃহঃস্পতিবার, ৭ই আগস্ট ২০২৫, ২৪শে শ্রাবণ ১৪৩২


জয়পুরহাটে এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা


প্রকাশিত:
৬ আগস্ট ২০২৫ ১৫:১৫

জয়পুরহাটের আক্কেলপুরে গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যার পরে সামছুল আলী খলিফা (৬৬) নামের এক ব্যক্তিকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি নওগাঁর সদর উপজেলার শৈলগাতী গ্রামের মৃত ওমর আলী খলিফার ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, গতকাল সন্ধ্যার পরে আক্কেলপুর-তিলকপুর রাস্তার কাদোয়া গ্রামের বটতলী নামক স্থানে কলার বাগানের ভিতরে হাত-পা বাঁধা অবস্থায় পেট্রোল দিয়ে কলার বাগানে ওই ব্যক্তিকে পুড়িয়ে হত্যা করা হয়। তবে স্থানীয়দের ধারনা, আগেই তাকে হত্যা করে অটোরিকশায় করে ওই স্থানটিতে নিয়ে এসে আগুনে পোড়ানো হয়।

ওই গ্রামের আসাদুজ্জামান বলেন, মোটরসাইকেল মেকার স্থানীয় বিকাশ চন্দ্র কলার বাগানের ভিতরে আগুনের লেলিহান দৃশ্য দেখে গ্রামের সবাইকে জানালে লোকজন এসে দগ্ধ ও মৃত অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পান। তার সমস্ত শরীর পুড়ে ভষ্ম ছিল।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে পুলিশ বিস্তারিত কোন তথ্য দিতে পারেনি।