ঢাকা বুধবার, ৬ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২


চাতলপাড় কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুল বাছির, বিদ্যোৎসাহী সদস্য আরাফাত উল্লাহ


প্রকাশিত:
৫ আগস্ট ২০২৫ ২১:১৯

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সর্ব পশ্চিমে ভাটি অঞ্চল নামে খ্যাত ঐতিহ্যবাহী বিদ্যাপীট চাতলপাড় কলেজের গভর্নিং বডির নতুন কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে সভাপতি হিসেবে অবসরপ্রাপ্ত প্রকৌশলী মোঃআব্দুল বাছির এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে অ্যাডঃমো. আরাফাত উল্লাহকে মনোনয়ন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

৩১ জুলাই ২০২৫ তারিখে কলেজ অধ্যক্ষ বরাবর প্রেরিত চিঠির মাধ্যমে এই মনোনয়নের তথ্য জানানো হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মনোনীত ব্যক্তিবর্গ ইস্যুর তারিখ হতে দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। তবে “গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯”-এর ৭ ধারার আওতায় ভাইস চ্যান্সেলর যে কোনো সময় এই মনোনয়ন প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করেন।

নতুন কমিটির এ মনোনয়নে শিক্ষক-অভিভাবক মহলে আনন্দ ও উচ্ছাস লক্ষ্য করা গেছে। তাদের প্রত্যাশা, অভিজ্ঞ নেতৃত্বে প্রতিষ্ঠানটির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে।