ঢাকা শনিবার, ২রা আগস্ট ২০২৫, ১৯শে শ্রাবণ ১৪৩২


নকলায় নির্মানাধীন মাদ্রাসা ভবন পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী


প্রকাশিত:
১ আগস্ট ২০২৫ ২০:৫০

শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার নির্মানাধীন চার তলা ভবন পরিদর্শন করেছেন জেলা নির্বাহী প্রকৌশলী সৈয়দ আলীম উদ্দিন। বুধবার দুপুরে অতর্কিত ভাবে তিনি এই নির্মান কাজ পরিদর্শনে আসেন।

এসময় সহকারী প্রকৌশলী আব্দুল হালিম, উপসহকারী প্রকৌশলী আবু সাঈদ, মাদ্রাসাটির সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম, সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, সহকারী শিক্ষক শওকত আলী ও মাহাদী মাসুদ, সহকারী মৌলভী হযরত আলীসহ ঠিকাদরী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ভবন নির্মান শ্রমিকরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে নির্বাহী প্রকৌশলী সৈয়দ আলীম উদ্দিন কাজের মধ্যে ছোট ছোট কিছু ভুল ঠিক করে দেওয়ার পরামর্শ দেন। তাছাড়া সহকারী প্রকৌশলী আব্দুল হালিম ভুল গুলো সহজে সংশোধনের সুবিধার্থে শ্রমিকদের হাতে কলমে বুঝিয়েদেন এবং উপসহকারী প্রকৌশলী আবু সাঈদ ভুল গুলি সঠিক ভাবে করিয়ে নেওয়ার আশ্বাস প্রদান করেন। সর্বোপরি চার তলা ভবনের কাজের গুণগত মান দেখে নির্বাহী প্রকৌশলী সৈয়দ আলীম উদ্দিন সন্তোষ প্রকাশ করেন।

তথ্য মতে, বাংলাদেশ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে গত বছর চার তলা বিশিষ্ট এই ভবনটির নির্মান কাজ শুরু করা হয়েছে। এ ভবনের নির্মান ব্যয় ধরা হয়েছে এক কোটি ৮২ লাখ টাকা। আগামী কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ নির্মান কাজ যথাযথ ভাবে শেষ করে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে আশাব্যক্ত করেন পরিদর্শকগনসহ ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।