ঢাকা সোমবার, ২৮শে জুলাই ২০২৫, ১৪ই শ্রাবণ ১৪৩২


বেলকুচির ইউএনও আফরিন জাহান এর সাথে সৌজন্য সাক্ষাৎ


প্রকাশিত:
২৮ জুলাই ২০২৫ ১৪:২৬

সিরাজগঞ্জের বেলকুচিতে রবিবার (২৭ জুলাই) বিকালে বেলকুচি উপজেলা পরিষদ এর নির্বাহী কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন  নুরুল ইসলাম তুহিন, ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য ও বেলকুচি থানা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য, মোঃ আমিনুজ্জামান বেলকুচি পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা,  মোঃ শাহা আলম মন্ডল, ২নং ওয়ার্ড ইউপি সদস্য ও বেলকুচি জাতীয়তাবাদী তাতী দলের সভাপতি, মোঃ সুলতান মাহমুদ, সাবেক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, মোঃ ফরিদ সরকার, বেলকুচি পৌরসভার তাতী দলের সাধারণ সম্পাদক। 

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জাহিদুল হক আজিম ও প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ আশিকুল ইসলাম।

এ সময় ইউএনও মহোদয়ের সাথে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক বিষয়, স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।