চট্টগ্রামে আততায়ীর গুলিতে পূজা পরিষদ নেতা আহত

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় আততায়ীর গুলিতে পূজা উদযাপন পরিষদের এক নেতা গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৬ জুলাই) রাতে উপজেলার জোরারগঞ্জ থানার মস্তাননগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হন বলে পুলিশ জানিয়েছে।
গুলিবিদ্ধ অনির্বান চৌধুরী (৫০) মীরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক। তার বাড়ি উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের হাজীশ্বরাই গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মস্তাননগর বাজার থেকে গত (শনিবার) রাত সাড়ে ১২টার দিকে অমল পাল নামে একজনের মোটর সাইকেলে করে অনির্বান বাড়ি ফিরছিলেন। পথে পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেলে থাকা দুই দুর্বৃত্ত পর পর তিনটি গুলি করেন। দুটি গুলি অনির্বাণ চৌধুরীর গায়ে লাগে ও আরেকটি গুলি অমল পালের ডান হাতের কনুই ছুঁয়ে যায়।
অনির্বাণের পিঠে ও কোমরে দুটি গুলি লাগে। রাতেই তাকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, ‘খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, সেটা এখনও বের করা যায়নি। তিনি উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে জেনেছি। কিন্তু গত ২০ বছর ধরে তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।’