কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে অবৈধভাবে বালু উত্তোলন: ১ বছরের জেল ও ১ লক্ষ টাকা জরিমানা ভেকু মালিকের

রৌমারী উপজেলাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এক্সকাভেটর (ভেকু) মালিককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের জেল প্রদান করা হয়েছে।
২৩ জুলাই (বুধবার) বেলা ৩টায় রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জল কুমার হালদার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় এই শাস্তি প্রদান করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মিজানুর রহমান (৩৫), তিনি রাজিবপুর উপজেলার পশ্চিম কারিগড় পাড়া গ্রামের বদিউজ্জামানের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩নং বন্দবেড় ইউনিয়নের ২২ পাড়া ব্রহ্মপুত্র সংলগ্ন হলহলিয়া নদীর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি অবৈধভাবে ভেকু মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করছিলেন।
একই সময়ে ওই এলাকায় অবৈধভাবে বালু পরিবহনের সময় একটি মাহিন্দ্রা ট্রাক্টর (স্থানীয়ভাবে কাকড়া নামে পরিচিত) আটক করা হয়। ট্রাক্টরের চালক সেলিম মিয়া, যিনি উত্তর বাগুয়ারচর গ্রামের নজরুল ইসলামের ছেলে, তাকেও থানায় হস্তান্তর করা হয়েছে।
রৌমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জল কুমার হালদার জানান, "উপজেলা প্রশাসনের এমন অভিমান চলমান থাকবে। বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”