কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে জমিজমা বিরোধ নিয়ে সংঘর্ষে ৩ জন নিহত

রৌমারী উপজেলাতে জমি-জমা নিয়ে বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে তিনজন নিহত আরও অন্তত ১৫-২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভুন্দুর চর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন-আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন (৪০), গোলাম মিয়ার ছেলে বুলু মিয়া (৫৫) ও ফুলবাবু (৫০)। তিনজনই শাহাজাহান মিয়ার পক্ষের লোকের মধ্যমে ঘটে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার লোকজনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমিটি নিয়ে একাধিক মামলাও হয়েছে। বৃহস্পতিবার শাহাজাহান মিয়ার লোকজন জমিতে সেচ দিতে গেলে রাজু মিয়ার পক্ষের লোকজন বাধা দেয়। এ সময় উত্তেজনার একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়ে পড়ে। পরে ধারালো অস্ত্রসহ দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় সংঘর্ষে। ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।