নোয়াখালীর বেগমগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, আতঙ্কে সংখ্যালঘু পরিবার

নোয়াখালীর বেগমগঞ্জ শরীফপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের স্বপন ডাক্তারের বাড়ীতে ডাঃ লিটনের ঘরের তালা ভেঙ্গে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা সহ অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা।
ঘরের মালিক ডাঃ লিটন জানান, শরিফপুর গ্রামের বাড়ীতে জলাবদ্ধতায় আটকে থাকা তার স্ত্রী অসুস্থ্য হলে তাকে হাসপাতালে নেওয়ার পর দুষ্কৃতিকারী একদল ডাকাত দল মেইগেইট ও দরজার তালা ভেঙ্গে তালা ভেঙে ঘরে থাকা ষ্টীলের আলমারীর তালা ভেঙ্গে সাত ভরি স্বার্নালংকার ও নগদ ৪৫ হাজার টাকা সহ ঘরের আসবাব পত্র তছনছ করে দামী মালামাল নিয়ে যায় দৃস্কৃতিকারী ডাকাত দল।
উক্ত ঘটনার পর হতে রাতভর জেগে চরম আতংকে সময় পার করছে সেই বাড়ীর অন্যান্য পরিবার সহ পার্শ্ববতী বাড়ীর সংখ্যালঘু পরিবার গুলো।
এ বিষয়ে ডাক্তার লিটন বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে অপরাধীদের সনাক্তের কাজ করছেন বলে জানান, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ান।