ঢাকা বুধবার, ১৬ই জুলাই ২০২৫, ২রা শ্রাবণ ১৪৩২


চকরিয়ার বদরখালী ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরে হোছাইন আরিফ মৃত্যবরণ করেছেন


প্রকাশিত:
১৫ জুলাই ২০২৫ ২১:০৮

চকরিয়ার বদরখালী ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরে হোছাইন আরিফ মৃত্যবরণ করেছেন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেন আরিফের বড় ভাই নুরে হাবিব তছলিম।

জানাগেছে-স্ট্রোক জনিত কারনে তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিলো ৪৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী এক কন্যা দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বদরখালী জুড়ে।

বুধবার জোহরের নামাজের পর বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদে মরহুম নুরে হুসাইন আরিফের জানাজা অনুষ্ঠিত হবে।