দরবেশকাটা উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার দরবেশকাটা উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কমকর্তা মোহাম্মদ আতিকুর রহমান শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত ৪ তলবিশিষ্ট ভবনে একাডেমিক কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় আতিকুর রহমান বলেন, সরকার নতুন ভবন নির্মাণ করে দিয়েছে।এখন এটি প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ।ভবনের যত্ন নিতে হবে। তাহলে এর স্থায়িত্ব বাড়বে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দরবেশকাটা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মিজানুর রহমান চৌধুরী (হিরু মিয়া), প্রধান শিক্ষক মোহাম্মদ আজগর হোছাইন, ভার্চু স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মহি উদ্দিন কাদের অদুল, দরবেশকাটা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আনিসুর রহমান, পূর্ববর্তী কমিটির সদস্য আনিসুল মোস্তফাসহ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। শিক্ষার্থীরা ব্যান্ডের তালে তালে কুচকাওয়াজের মাধ্যমে অতিথিদের স্বাগত জানায়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ৩কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে একাডেমিক ভবনটি নির্মাণের কার্যাদেশ দেওয়া হয় ২০১৯ সালে।কার্যাদেশপ্রাপ্ত টিকাদারী প্রতিষ্ঠান জেএস এন্টারপ্রাইজ গত মাসে ভবনের নির্মাণ কাজ শেষ করে।পরের মাসে তথা আজ থেকে শিক্ষক-শিক্ষার্থীরা নতুন ভবনে, নতুন আসবাবপত্রে ও নতুন পরিবেশে শ্রেণিকার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পায়। এতে শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দে আত্মহারা।