নকলায় নবাগত ইউএনও'র সাথে ফারিয়া'র মতবিনিময় সভা

শেরপুরের নকলায় ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর নেতৃবৃন্দ নকলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের সাথে সৌজন্য স্বাক্ষাৎ পূর্বক ফুলেল শুভেচ্ছা জানানোর পরে সংক্ষিপ্ত মতবিনিময় সভা করেছেন। রবিবার বিকেলে ইউএনও'র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় ফারিয়ার নকলা উপজেলা শাখার সভাপতি মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মো. আজিজুল হাকিম, যুগ্ম-সাধারণ সম্পাদক আলামিন, সাংগঠনিক সম্পাদক শাকিব হাসান বাবুল, প্রচার সম্পাদক হারুন অর রশিদ, সদস্য কমল মিয়া, আল-আমিন ও সাদ্দাম হোসেন, সংগঠনটির সাবেক সভাপতি ও উপদেষ্টা পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য মো. হাসিম উদ্দিন ও আলতাব মন্ডলসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
তথ্য মতে, নবাগত ইউএনও মো. জাহাঙ্গীর আলম বিদায়ী ইউএনও দ্বীপ জন মিত্র’র স্থলাভিষিক্ত হন। সাবেক ইউএনও দীপ জন মিত্রকে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
মো. জাহাঙ্গীর আলম ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ২০১৮ সালে প্রথম কর্মজীবন শুরু করেন। এরপরে পর্যায়ক্রমে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), জামালপুর জেলা প্রশাসক কার্যলয়ে সিনিয়র সহকারী কমিশনার (আরডিসি), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ময়মনসিংহে উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে কর্মরত ছিলেন। অত:পর ২ জুলাই তাকে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয় এবং ৭ জুলাই সকালে তিনি নকলায় কাজে যোগদান করেন। সে ময়মনসিংহের ভালুকা উপজেলার স্থায়ী বাসিন্দা এবং মোসলেম উদ্দিন ঢালির ছেলে।