নকলায় নবাগত ইউএনও’র সাথে ছাত্রশিবির ও কৃষকদলের মতবিনিময় সভা

শেরপুরের নকলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম-এর সাথে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ইউএনওর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. নূর হোসাইন, সাবেক সভাপতি মো. মুঈন উদ্দিন, পৌর শাখার সভাপতি হাফেজ মো. ইয়াসিন আরাফাত খান, চন্দ্রকোনা ইউনিয়ন শাখার সভাপতি মো. আবির হাসান, পৌর শাখার সেক্রেটারী মো. আব্দুল্লাহ আল অসীম ও সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন ছাত্রশিবিরের অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এর আগে ইউএনওকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে কৃষ্ণচূড়া গাছের চারা ও ইসলামিক বই উপহার দেওয়া হয়।
একই দিন উপজেলা ও পৌর কৃষক দলের নেতৃবৃন্দ নবাগত ইউএনওর সাথে সৌজন্য স্বাক্ষাৎ পূর্বক ফুলেল শুভেচ্ছা জানানোর পরে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন। এসময় উপজেলা কৃষক দলের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব জাহিদ হাসান রাসেল ও সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম; পৌর কৃষক দলের আহবায়ক মনিরুল ইসলাম, সদস্য সচিব নজিবুর রহমান নয়ন ও সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীরসহ উপজেলা ও পৌর কৃষক দলের অনেকে উপস্থিত ছিলেন।
তথ্য মতে, নবাগত ইউএনও মো. জাহাঙ্গীর আলম বিদায়ী ইউএনও দ্বীপ জন মিত্র’র স্থলাভিষিক্ত হন। সাবেক ইউএনও দীপ জন মিত্রকে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
মো. জাহাঙ্গীর আলম ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ২০১৮ সালে প্রথম কর্মজীবন শুরু করেন। এরপরে পর্যায়ক্রমে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), জামালপুর জেলা প্রশাসক কার্যলয়ে সিনিয়র সহকারী কমিশনার (আরডিসি), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ময়মনসিংহে উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে কর্মরত ছিলেন। অত:পর ২ জুলাই তাকে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয় এবং ৭ জুলাই সকালে তিনি নকলায় কাজে যোগদান করেন। সে ময়মনসিংহের ভালুকা উপজেলার স্থায়ী বাসিন্দা এবং মোসলেম উদ্দিন ঢালির ছেলে। ব্যক্তিগত জীবনে সে বিবাহিত এবং ২ ছেলে সন্তানের জনক।