ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৮শে কার্তিক ১৪৩২


আবাসিক হোটেল থেকে অস্ত্র-ইয়াবাসহ আটক ১


প্রকাশিত:
১৩ জুলাই ২০২৫ ১৪:২২

ছবি : সংগৃহীত

খুলনায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী।

গতকাল শনিবার দিবাগত রাতে নগরীর সোনাডাঙ্গা থানার মজিদ স্মরণীর হোটেল জেড এন প্যালেসের ৭০৬ নং কক্ষ থেকে তাকে আটক করা হয়।

আটককৃত নাজিম উদ্দিন খান ওরফে বেলাল নগরীর ছোট বয়রা এলাকার বাসিন্দা।

সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জানান, কোস্ট গার্ড ও নৌ বাহিনীর সদস্যরা একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৪৭৬ পিস ইয়াবাসহ বেলালকে আটক করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।