ঢাকা শনিবার, ১২ই জুলাই ২০২৫, ২৯শে আষাঢ় ১৪৩২


নকলায় নবাগত ইউএনও’র সাথে জামায়াতের মতবিনিময় সভা


প্রকাশিত:
১১ জুলাই ২০২৫ ২১:২০

শেরপুরের নকলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ পূর্বক ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরের দিকে ইউএনওর কার্যালয়ে সংক্ষিপ্ত পরিচিতি ও মতবিনিয় সভা করা হয়।

এসময় সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, জেলা জামায়তের সূরা সদস্য ও নকলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ার, উপজেলা জামায়াতের সাবেক আমীর বর্তমান অফিস সম্পাদক মুফতী মাওলানা খাদেমুল ইসলাম, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা শাহ আলম শাহজাহান, উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ হযরত আলী, উপজেলা জামায়াতের মিডিয়া ও প্রচার সম্পাদক রেজাউল হাসান সাফিত, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লৎফর রহমান ফিরুজ, উপজেলা যুব বিভাগের সভাপতি আতিক আলমসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন জাায়াত ও অঙ্গসহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেধা, সততা, বিচক্ষণতা, কর্তব্যনিষ্ঠা ও দক্ষতা-অভিজ্ঞতার অপূর্ব সংমিশ্রণে সবাইকে সাথে নিয়েই নিজের কর্মস্থল নকলা উপজেলার জনগণকে সার্বিক সেবা প্রদানের মাধ্যমে অত্যাধুনিক ও উন্নয়নের মডেল উপজেলা হিসেবে নকলাকে দেশব্যাপি পরিচিত করবেন এমনটাই প্রত্যাশা উপজেলাবাসীর। উপজেলায় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধ দমনে আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ।

তথ্য মতে, নবাগত ইউএনও মো. জাহাঙ্গীর আলম দ্বীপ জন মিত্র-এর স্থলাভিষিক্ত হলেন। তিনি ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ২০১৮ সালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রথম কর্মজীবন শুরু করেন। এরপর ২০২১ সালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যাস্ত পূর্বক নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলী করা হয়। সেখানে ২০২১ সালে থেকে ২০২৪ সাল পর্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেন। তারপর ২০২৪ সালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যাস্ত পূর্বক জামালপুর জেলা প্রশাসক কার্যলয়ে সিনিয়র সহকারী কমিশনার (আরডিসি) হিসেবে পদায়ন করা হয়। সবশেষে তাকে ইউএনও হিসেবে পদায়নের লক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যাস্ত করা হয়। সেখানে তিনি উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) হিসেবে কিছুদিন কর্মরত ছিলেন। সর্বশেষ চলতি মাসের ২ তারিখে প্রকাশিত এক প্রজ্ঞাপনে মো. জাহাঙ্গীর আলমকে শেরপুরের নকলা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়। ৭ জুলাই তিনি নকলায় কাজে যোগদান করেন।

তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার স্থায়ী বাসিন্দা এবং মোসলেম উদ্দিন ঢালির ছেলে। ব্যক্তিগত জীবনে ইউএনও মো. জাহাঙ্গীর আলম বিবাহিত এবং ২ ছেলে সন্তানের জনক। সাবেক ইউএনও দীপ জন মিত্রকে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যাস্ত করা হয়েছে বলে জানা গেছে।