ঢাকা বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি বাঘডোকরা ঘাটে ব্রিজ নির্মাণ


প্রকাশিত:
৯ জুলাই ২০২৫ ১২:০৪

ছবি : সংগৃহীত

করতোয়া নদীর বাঘডোকরা ঘাটে ব্রিজ নির্মাণের দাবি করে আসছে এলাকাবাসী। স্বাধীনতার ৫৪ বছরেও এস্বপ্ন পূরণ হয়নি এলাকাবাসীর।

পঞ্চগড় জেলার বোদা উপজেলার ৩ নং বনগ্রাম বেংহাড়ী ইউনিয়ন ও ৪ নং কালিয়াগঞ্জ ইউনিয়নের মধ্যবর্তী করতোয়া নদী বাঘডোকরা ঘাটে সেতুটি নির্মাণ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এই করতোয়া নদী পেরিয়ে দুটি ইউনিয়নের মানুষ প্রতিদিন যাতায়াতে নানা দুর্ভোগের শিকার হচ্ছেন।

এরমধ্যে শিক্ষার্থী, রোগী ও কৃষকরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। বর্ষাকালে নদীতে পানি বাড়লে নৌকা কিংবা বাঁশের সাঁকোই একমাত্র ভরসা হয়ে ওঠে। এতে ঝুঁকি নিয়ে পার হতে হয় শিশু ও বৃদ্ধদেরও।

স্থানীয় বাসিন্দারা জানান, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বহুবার ব্রিজ নির্মাণের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর আর খবর রাখেন না কেউ।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, করতোয়া নদীর ওপর ব্রিজ নির্মাণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করানো হয়েছে। তবে প্রকল্প অনুমোদন না হওয়ায় এখনো কাজ শুরু করা সম্ভব হয়নি।

তাদের দাবি, এই ব্রিজ নির্মাণ হলে দুই ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন আসবে এবং অর্থনৈতিক, সামাজিক এবং শিক্ষাক্ষেত্রে হবে নতুন দিগন্তের সূচনা।

স্থানীয়দের দীর্ঘদিনের এই ন্যায্য দাবি মেনে দ্রুত সময়ের মধ্যে ব্রিজ নির্মাণের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।