মায়ের অভিযোগে ছেলে কারাগারে

মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ট হয়ে শেষ পর্যন্ত আইনের শরণাপন্ন হয়েছেন মা মাজেদা আক্তার। আর সেই অভিযোগেই ছেলে গেলেন কারাগারে। ঘটনাটি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার আগবগজান গ্রামের। অভিযুক্ত মো. সজীব মিয়া (৩০)।
মাজেদা আক্তার জানান, তার ছেলে সজীব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা না পেলে পরিবারে চলত চিৎকার-চেঁচামেচি। কখনও গালিগালাজ, কখনো মারধর নির্যাতনের শিকার হতেন তিনি নিজেই। ছেলের ভয়ে ঘুমাতে পারতাম না। বাঁচার কোনো উপায় ছিল না বলেন চোখ মুছতে মুছতে মাজেদা।
অবশেষে রবিবার (৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন তিনি। পরে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহমুদুল হাসান পুলিশের সহযোগিতায় আগবগজান গ্রামে গিয়ে সজীবকে আটক করেন।
এ সময় সজীব মাদক সেবনের কথা স্বীকার করেন। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারা অনুযায়ী দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন বিচারক। রায় ঘোষণার পর সজীবকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গরুর মাংস খেয়ে তীব্র কটাক্ষের মুখে রণবীরগরুর মাংস খেয়ে তীব্র কটাক্ষের মুখে রণবীর
সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, পারিবারিক নির্যাতনের অভিযোগ যাচাই করে ব্যবস্থা নিয়েছি। সমাজে মাদকবিরোধী অভিযানে প্রশাসনের অবস্থান কঠোর।