ঢাকা সোমবার, ৭ই জুলাই ২০২৫, ২৪শে আষাঢ় ১৪৩২


সীমান্তে রাখালকে হত্যার তিনদিন পর লাশ ফেরত দিলো বিএসএফ


প্রকাশিত:
৭ জুলাই ২০২৫ ১৩:২৬

ছবি : সংগৃহীত

নওগাঁর পোরশা সীমান্তে ইব্রাহিম (৪০) নামের এক বাংলাদেশি রাখালকে গুলি করে হত্যার তিনদিন পর অর্ধগলিত লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গত শনিবার (৫ জুলাই) রাত ৯টায় পোরশা সীমান্তের ২৩২নং পিলার এলাকার কাতলামারী নামক স্থানে দু’পক্ষের পতাকা বৈঠকের মাধ্যমে পরিবারের কাছে ইব্রাহিমের লাশ হস্তান্তর করে বিএসএফ।

এর আগে গত বৃহস্পতিবার সকালে সীমান্তের রোদগ্রামের সৈয়দ মন্ডলের ছেলে ইব্রাহিম গরু চড়াতে সীমান্ত এলাকায় যান। এসময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলে মারা যান ইব্রাহিম।

বিষয়টি জানতে পেরে বাংলাদেশি সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ’র কাছে জানতে চাইলে ইব্রাহিমকে হত্যার কথা অস্বীকার করে বিএসএফ। পরে চিঠি চালাচালির দুইদিন পর ইব্রাহিমকে হত্যার কথা স্বীকার করে এবং তিনদিন পর তার অর্ধগলিত লাশ ফেরত দেয় বিএসএফ।

লাশ হস্তান্তরের সময় ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মাহফুজুর রহমানসহ স্থানীয় থানা পুলিশ, বিজিবি, বিএসএফ ও নিহতের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।