ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


লোহাগাড়া দুর্ঘটনা

তিন মাস পর ধরা পড়লেন চালক


প্রকাশিত:
৭ জুলাই ২০২৫ ১১:৪০

আটক রিল্যাক্স পরিহনের চালক সোহেল। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতিতে ১১ জনের প্রাণহানির ঘটনায় দুর্ঘটনায় পড়া বাসের চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল রোববার রাতে ঢাকার আনসার ক্যাম্প এলাকা থেকে ২৭ বছর বয়সী সোহেল তালুকদারকে গ্রেপ্তার করা হয়। সোহেল ঢাকার দক্ষিণ খান এলাকার হানিফের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, দুর্ঘটনার পর থেকে বাস চালক সোহেল ঢাকায় পালিয়ে আত্মগোপনে ছিলেন।

গত ২ এপ্রিল সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতিতে কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাসের সংঘর্ষ হয়।

তাতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ১০ যাত্রী নিহত হন। পরে হাসপাতালে আরেকজন মারা যান। ঘটনার পরপরই রিল্যাক্স পরিহনের চালক সোহেল পালিয়ে যান।

এ ঘটনায় নিহত রফিকুল ইসলামের শ্যালক রবিউল হোসাইন বাদী হয়ে লোহাগাড়া থানায় অচেনা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন।