ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২২শে আষাঢ় ১৪৩২


বগুড়ায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এনসিপির


প্রকাশিত:
৫ জুলাই ২০২৫ ১৫:২০

ছবি : সংগৃহীত

বগুড়ায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার (৫ জুলাই) সকাল ১০টায় শহরের পর্যটন হোটেলে শহীদ পরিবারের সদস্যের সাথে কথা বলেন নাহিদ ইসলাম, ডাঃ তাসনিম জারা সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি বগুড়ায় এসেছেন তারা।

শহীদ পরিবারের সাথে কথা বলা শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, একবছর পূর্তিতে মানুষের কাছে যাচ্ছি, শহীদদের যে স্বপ্ন ছিল তা জানাচ্ছি। শহীদ পরিবারের সাথে সম্পর্কটা রাজনৈতিক নয়, দলমত নির্বিশেষে শহীদ পরিবারের সাথে সম্পর্কটা আত্মার সম্পর্ক।

নাহিদ বলেন, শহীদ পরিবারের ক্ষতি অপূরণীয়। যে কারণে ছাত্র জনতা জীবন দিয়েছেন, সেই দেশ গড়তে আমাদের আরো সংগ্রাম করতে হবে। শহীদ পরিবারের সাথে সম্পর্কটা সারাজীবনের। এখনও স্বৈরাচারের দোষররা বিভিন্ন স্থানে আছে। শহীদ পরিবারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিচার সংস্কার তারপরেই নির্বাচন। বৈষম্যহীন গনতান্ত্রিক বাংলাদেশ পায় সে জন্য আমাদের সংগ্রাম।

উল্লেখ্য, বিচার, সংস্কার ও নতুন সংবিধানের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নেবেন। শহরের কলোনী পলিটেকনিকের সামনে থেকে পদযাত্রা সাতমাথা গিয়ে সেখানে মুক্ত মঞ্চে পথসভা অনুষ্ঠিত হবে। এতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।