নেত্রকোনায় অনুষ্ঠিত মহুয়া সুন্দরীর পালা গান

লোকসাহিত্যের সংগ্রাহক চন্দ্র কুমার দে’র ময়মনসিংহ গীতিকার অমর কাহিনীকে অনুসরণ করে মহুয়া সুন্দরীর পালা গান নৃত্যনাট্য নেত্রকোনায় অভিনীত হয়েছে। অগণিত দর্শক শ্রোতাদের সমাগম ঘটে এ অনুষ্ঠানে।
শুক্রবার (৪ জুলাই) রাতে নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে যুব সমাজের নীতি অবক্ষয়, জঙ্গিবাদ মাদকাসক্ত এবং শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে এ নাট্যানুষ্টানের আয়োজন করা হয়। এতে মঞ্চে মহুয়া সুন্দরী পালা নাট্য মঞ্চায়ন করেছে ময়মনসিংহের একাডেমি অব ফাইন আর্থ নামে একটি সাংস্কৃতিক সংগঠন।
অপুর্ব মহুয়া সুন্দরী কিশোরী বয়সে এসে সাপের খেলা দেখাতে গিয়ে নদের চাঁদের প্রেমে পড়ে যায়। এদিকে বেদেদের এক যুবক মহুয়াকে পেতে নদের চাঁদকে মেরে ফেলতে যায়। কিন্তু মহুয়া ও তার প্রেমিক নদের চাঁদ পালিয়ে যাওয়ার পথে এক সওদাগর নিয়ে যায়। নানা প্রতিকূলতা ছাপিয়ে এক পর্যায়ে প্রেমিককে মারতে না পেরে কীভাবে তার নিজের জীবনাবসান হয় একে অনুসরণ করে অভিনীত হয়েছে নেত্রকোনার পাবলিক হল মিলনায়তনে।
অমর কাহিনী অবলম্বনে সংগ্রাহক চন্দ্র কুমার দে’র ময়মনসিংহ গীতিকা একটি সমৃদ্ধ সংস্কৃতি যা এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্যকে সারা বিশ্বে পরিচয় করিয়ে দিয়েছে বলে মনে করেন দর্শক শ্রোতাদের অভিমত।