গাইবান্ধায় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা শহরের হীরকপাড়া এলাকায় এ অভিযান করে সেনাবাহিনী। গ্রেপ্তার চারজন হলো আজাদ মন্ডল (৩৫), মোশাররফ হোসেন (৩৩), আশাদুল ইসলাম (৪২) ও মেহেদী হাসান (২৫)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শীর্ষ সন্ত্রাসী আজাদ মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পেছনে মাটির নিচে চাপা দিয়ে রাখা দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এছাড়া ইয়াবা ট্যাবলেট, একাধিক মোবাইল ফোন, একটি ল্যাপটপ জব্দ করা হয়। পরে তাদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
এদিকে, শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। একাধিক ব্যক্তি জানান, আজাদ মন্ডল ও তার লোকজন বিগত আওয়ামী লীগের সরকারের ছত্রছায়ায় ছিলেন। উপজেলাসহ বিভিন্ন এলাকার অপরাধীদের গডফাদার ছিল তারা। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলত না।