ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


ভোলার তজুমদ্দিনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি সহ গ্রেফতার ২


প্রকাশিত:
৩ জুলাই ২০২৫ ১৫:০২

ছবি : সংগৃহীত

ভোলার তজুমদ্দিনে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আলাউদ্দিনসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ জুলাই) গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আলাউদ্দিনকে নোয়াখালীর হাতিয়া থেকে এবং মামলার আরেক আসামি বহিস্কৃত উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদকে ভোলার বোরহানউদ্দিন থেকে গ্রেফতার করে পুলিশ।

মামলায় বলা হয়, গত রোববার সকালে স্বামীকে আটকে রাখার খবর পেয়ে ওই নারী সতীনের বাড়ি গেলে তার ওপর নির্যাতন চালায় ফরিদ ও আলাউদ্দি

ন। সোমবার এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ আরও কয়েকজন অজ্ঞাতকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীর স্বামী।

মামলার পর ভুক্তভোগীর সতীন ঝর্ণা বেগম এবং আরেক আসামি মানিককে গ্রেফতার করেছে পুলিশ।