ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


ককটেল বিস্ফোরণের প্রতিবাদে রাতে এনসিপির বিক্ষোভ


প্রকাশিত:
৩ জুলাই ২০২৫ ১১:২২

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাইয়ের প্রদর্শনী চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে দলটি। বুধবার (২ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে দলটির নেতাকর্মীরা।

এসময় নেতাকর্মীরা ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছ ‘, ‘যেই হাত ককটেল মারে, সেই হাত ভেঙে দা‘, ‘সেই হাত গুঁড়িয়ে দাও, যেই হাত ককটেল মারে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এর আগে এদিন রাত ১১টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাইয়ের প্রদর্শনী চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় প্রদর্শনী ভ্যানের ডান পাশের পেছনের দিকের এক অংশ ভেঙে যায়।