ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা জুলাই ২০২৫, ২০শে আষাঢ় ১৪৩২


বেলকুচিতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু


প্রকাশিত:
২ জুলাই ২০২৫ ২৩:০১

সিরাজগঞ্জে বেলকুচিতে বুধবার (২ জুলাই) বেলকুচি থানা চত্বরে সকাল প্রায় ১১ টার দিকে আম পাড়তে গিয়ে আম গাছ থেকে পড়ে শাহজাহান আলী (৫৪) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত শাহজাহান আলী পাবনা জেলার দাতিয়া  গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। তিনি বেলকুচি থানায় কনস্টেবল পুলিশ হিসাবে কর্মরত ছিলেন।

এ ঘটনার বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন সাংবাদিকদের জানান, সকাল  প্রায় ১১ টার দিকে শাহজাহান আলী ব্যাগ নিয়ে আম গাছে পাকা আম পাড়তে উঠে আম পাড়ায় অবস্থায় একপর্যায়ে পা পিছলে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা সদর হাসপাতালে নেওয়ার হয়। পরে শাহজাহান আলীর অবস্থা অবনতি হলে বেলকুচি উপজেলা সদর হাসপাতালে কর্মকর্তা রেফার্ড করে দেয় সিরাজগঞ্জ শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।