ঢাকা বুধবার, ২রা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


নকলা হাসপাতালে জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা


প্রকাশিত:
১ জুলাই ২০২৫ ২৩:৪৭

শেরপুরের নকলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমপ্লেক্স মিলনায়তনে সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহিন-এঁর সভাপতিত্বে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাঈমা ইসলাম পিংকি’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক হাসান, ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব শাহা ও শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মফিদুল ইসলাম প্রমুখ।

এসময় জেলার ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আবাসিক মেডিকেল অফিসার ও বিশেষজ্ঞ চিকিৎসকগনসহ নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।