ঢাকা মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫, ১লা আশ্বিন ১৪৩২


কুষ্টিয়ায় বাসচাপায় পুলিশ সদস্য ও ট্রলিচাপায় শ্রমিক নিহত


প্রকাশিত:
২৮ জুন ২০২৫ ১৬:০২

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ দু’জন নিহত হয়েছেন।

শ‌নিবার (২৮ জুন) সকাল সা‌ড়ে ১০টায় সদর উপ‌জেলার ভাদা‌লিয়া এলাকায় অব‌স্থিত হাইও‌য়ে থানার সাম‌নে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়‌কে দা‌য়িত্বপালন করা অবস্থায় ইসলা‌মী বিশ্ববিদ‌্যাল‌য়ের শিক্ষার্থী বহনকারী বা‌সচাপায় পু‌লি‌শের এক সদস‌্য নিহত হ‌য়ে‌ছেন।

নিহত পু‌লিশ কনস্টেবল হা‌ফিজুর রহমান (৩০) কুষ্টিয়া চৌড়হাস হাইও‌য়ে থানায় কর্মরত ছি‌লেন। তি‌নি পাবনা জেলার চাট‌মোহর উপ‌জেলার জাগর‌কোল গ্রা‌মের আহম্মদ আলীর ছে‌লে।

ঘটনাস্থলে থাকা চৌড়হাস হাইও‌য়ে থানার উপ প‌রিদর্শক (এসআই) না‌জির আহ‌ম্মেদ ব‌লেন, সকা‌লে থানার সাম‌নে কুষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়‌কে দা‌য়িত্ব পালন কর‌ছিলেন কন‌স্টেবল হা‌ফিজ। এ সময় কু‌ষ্টিয়ার দিক ‌থে‌কে আসা ইসলামী ‌বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থী বহনকারী বাসটি এক‌টি ট্রাক‌‌কে ওভার‌টেক কর‌তে গে‌লে রাস্তার পা‌শে থাকা পু‌লিশ কন‌স্টেবল হা‌ফিজ‌কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকায় সকাল ৭টার দিকে ট্রলিচাপায় রবিউল ইসলাম নামে এক ঢালায় শ্রমিক নিহত হয়। নিহত রবিউল ইসলাম ভেড়ামারা উপজেলার নওদাপাড়া এলাকার বাবলু ইসলামের ছেলে।

কুষ্টিয়া চৌড়হাস হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, বাস‌টি জব্দ ক‌রে থানায় নেওয়া হ‌য়ে‌ছে। চালক ও সহ‌যোগী পলাতক রয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষ ক‌রে লাশ পরিবারের কাছ হস্তান্তর করা হ‌বে। এ বিষ‌য়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তু‌তি চল‌ছে। নিহত শ্রমিকের লাশও ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।