ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২২শে আষাঢ় ১৪৩২


চাঁদপুরে কুপিয়ে হত্যা করা নারীর লাশ লুকানো ছিল পাতার স্তূপে


প্রকাশিত:
২৬ জুন ২০২৫ ১৩:৪৮

চাঁদপুরের কচুয়া উপজেলায় নিহত নারীর বাড়িতে স্বজন-প্রতিবেশিদের ভিড়। ছবি : সংগৃহীত

চাঁদপুরের কচুয়া উপজেলায় এক নারীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যার পর লাশ রান্নাঘরের পাশে পাতার স্তূপে ঢেকে রাখা হয়েছিল।

বুধবার গভীর রাতে উপজেলার ১১ নম্বর গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম। নিহত ৬৫ বছরের মমতাজ বেগম ওই গ্রামের বাচ্চু কোম্পানির স্ত্রী। তিনি বাড়িতে একা ছিলেন।

স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি মো. আজিজুল ইসলাম বলেন, নিহতের ছেলে সোহেল প্রধানিয়া রাতে বাসায় এসে তার মাকে খুঁজে পাননি। কিন্তু বাসার দরজা খোলা ও বসতঘরের কক্ষগুলোর মেঝেতে রক্ত পড়েছিল দেখতে পান। পরে খোঁজাখুঁজির পর রান্না ঘরের পাশে পাতার স্তূপে ঢেকে রাখা লাশটি দেখতে পায় এলাকাবাসী। ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম ছিল।

স্থানীয় বাসিন্দা মিলন হোসেন বলেন, ঘরে রক্তমাখা একটি বটি এবং প্রতিটি কক্ষে ও বাইরে রক্ত পড়েছিল। ধারণা করা হচ্ছে বাথরুমের ভেন্টিলেটর ভেঙে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে।

ওসি মো. আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রথমে ডাকাতির ঘটনা বলা হলেও ওই বসতঘর থেকে তেমন কিছু খোয়া যায়নি।

ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান ওসি।