ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২২শে আষাঢ় ১৪৩২


নোয়াখালীতে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশিত:
২৫ জুন ২০২৫ ২০:৩৭

নোয়াখালীতে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৫ জুন দুপুর সাড়ে বারোটা নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের মিনি কনফারেন্স হলে এই আয়োজন করা হয়। কর্মশালার সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার উপপরিচালক জালাল উদ্দীন।

কর্মশালায় গ্রাম আদালতের গুরুত্ব ও নানা সুবিধা সমূহ তুলে ধরেন স্থানীয় সরকার কর্মকর্তা জালাল উদ্দীন। তিনি জানান, গত বছরে নোয়াখালীতে গ্রাম আদালতের মাধ্যমে ১ হাজার ৬১৫ টি মামলা হয়েছে যার মধ্যে নিস্পত্তিকৃত মামলার হার ৫৮.০৩ শতাংশ।

এসময় আগত অতিথিরা গ্রাম আদালতের নানা অনিয়ম-দুর্নীতির তথ্য তুলে ধরেন ও গ্রাম আদালতের কার্যক্রম কার্যকরী করতে নানা পরামর্শ প্রদান করেন।

এসময় কর্মশালায় বিভিন্ন প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।