ঢাকা শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


ময়মনসিংহে নিয়ন্ত্রণ হারানো বাসে ৩ গাড়ির ধাক্কা, নিহত ৩


প্রকাশিত:
২২ জুন ২০২৫ ১৪:১৭

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নিয়ন্ত্রণ হারানো বাসে আরও তিন গাড়ির ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগুন্দা এলাকার ময়মনসিংহ-শেরপুর সড়কে বাসের সঙ্গে অটোরিকশা, কর্ভাড ভ্যান ও লরির ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওসি টিপু সুলতান তিনি বলেন, “এই দুর্ঘটনার পর ময়মনসিংহ-শেরপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত বেশ কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে কাজ করছে।”