ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


ল‌্যাপটপ ও ১০ টি সাইকেল পুরস্কার দিল ডুসাইল


প্রকাশিত:
১২ জুন ২০২৫ ২১:১৬

‌শেরপু‌র জেলার শ্রীবরদী উপ‌জেলায় বসবাসকারী বি‌ভিন্ন পাব‌লিক বিশ্ব‌বিদ্যাল‌য় শিক্ষার্থীদের সংগঠন ‘ ডুসাইল ’ কর্তৃক আ‌য়ো‌জিত; ২০২৪-২৫ শিক্ষাব‌র্ষে বি‌ভিন্ন পাব‌লিক বিশ্ব‌বিদ্যাল‌য়ে চান্স প্রাপ্ত কৃতী শিক্ষার্থী‌দের সংবর্ধনা ও ডুসাইল ট‌্যা‌লেন্টহান্ট ক‌ন্টেস্ট এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়েছে। অনুষ্ঠা‌নে পুরস্কার হি‌সে‌বে ১ টি ল‌্যাপটপ ও ১০ টি বাইসাইকেল এবং আম গাছ দেওয়া হয়ে‌ছে। এছাড়াও চান্স প্রাপ্ত শিক্ষার্থী‌দের ক্রেস্ট দি‌য়ে সংবর্ধনা জানা‌নো হয়।

 

অনুষ্ঠানটি র‌বিবার (১২ জুন) উপ‌জেলার টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ে অনু‌ষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপ‌তিত্ব ক‌রেন সংগঠনটির সভাপ‌তি জনাব মো: আতিক হাসান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছি‌লেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ জাবের আহমেদ।


বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন শ্রীবরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটজনাব মো: নাহিদুল হক। তি‌নি ব‌লেন, "বিশ্ব‌বিদ্যালয় শিক্ষার্থী‌দের যে মহৎ উ‌দ্যোগ তা খুবই প্রশংস‌নীয়। ডুসাইল সংগঠন‌টি এ অঞ্চ‌লের জন‌্য আশীর্বাদ। তাদের কাজগু‌লি প্রশংসার দা‌বিদার। সুন্দর আয়োজ‌নের জন‌্য ডুসাই‌লের সকল সদস্য‌কে আ‌মি ধন্যবাদ জানাই।'সংগঠন‌টি যা‌তে সুন্দর ক‌রে চল‌তে পা‌রে সে ব‌্যাপা‌রে আমরা উপ‌জেলা থে‌কে সা‌র্বিক সহ‌যোগিতা করব"।


এর আগে গত ১০ জুন শ্রীবরদী উপ‌জেলার বি‌ভিন্ন প্রতিষ্ঠা‌নের প্রায় দের শতা‌ধিক ‌শিক্ষার্থী‌দের মা‌ঝে 'ডুসাইল ট‌্যা‌লেন্টহান্ট ক‌ন্টেস্ট-২০২৫' না‌মে প্রতি‌যো‌গিতার আয়োজন ক‌রে সংগঠনটি। এর মা‌ঝে মোট ১১জন‌কে বিজয়ী ঘোষনা ক‌রে প্রথম পুরস্কার ল‌্যাপটপ আর বাকি ১০ বাইসাইকেল পুরস্কার‌ হি‌সে‌বে দেওয়া হয়।


বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে আরো ছি‌লেন, শ্রীবরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: রুহুল আলম তালুকদার, উপজেলা অফিসার ইনচার্জ জনাব মো: আনোয়ার জাহিদ, উপজেলা সমাজসেবা অফিসার জনাব মো: কামরুজ্জামান, উপ‌জেলা একা‌ডে‌মিক সুপারভাইজার জনাব মোহাম্মদ মোশারফ হোসেন, হালিমা আহসান ইনিস্টিটিউট এর অধ্যক্ষ জনাব মোঃ কে.এম ফারুক, টেংগরপাড়া উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ গোলাম ফারুক, টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ শাকিল আহম্মেদ, টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোঃ মোস্তাক আহম্মেদ, জনকল্যাণ ফাউন্ডেশ এর সভাপ‌তি জনাব মাওঃ মোঃ আব্দুল হাসান, ডপস এর প্রতিষ্ঠাতা জনাব মোঃ শাহীন মিয়া (বিএসপি)। এছাড়াও অনুষ্ঠা‌নে স্বাগত বক্তব‌্য রা‌খেন সংগঠন‌টির স্থায়ী উপ‌দেষ্টা জনাব আরমান হাসান।

অনুষ্ঠান‌টি সঞ্চালনা ক‌রেন সংগঠন‌টির সাধারণ সম্পাদক র‌কিবুল ইসলাম তৌ‌কির।

আরো উপ‌স্থিত ছি‌লেন, সংগঠন‌টির স্থায়ী উপ‌দেষ্টা আকতারুজ্জামান, মে‌হেদী হাসান লাভলু, ম‌শিউর রহমান রানা সহ আরো অ‌নেক উপ‌দেষ্টাবৃন্দ।


'ডুসাইল' শ্রীবরদী উপজেলায় বসবাসকারী দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক‌টি সংগঠন। এটি একটি অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন । প্রতি বছর যেসব শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে থাকে ; প্র‌তিবছর তাদের‌ সংবর্ধনা দিয়ে থাকে ডুসাইল। এছাড়াও যেসব মেধাবী শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি পরিক্ষা দেয়ার আগে বা পরে বিভিন্ন কারনে লেখাপড়া থেকে ঝরে পড়ে ; তাদের সাধ্যমত সাহায্য - সহযোগিতা এবং এইচএসসির পর যেসব শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা দেয় ; তাদের যাবতীয় সহযোগিতা করে থাকে।


অনুষ্ঠা‌নে বি‌ভিন্ন পাব‌লিক বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষার্থীসহ বি‌ভিন্ন শিক্ষা প্রত‌িষ্ঠা‌নের শিক্ষকমন্ডলী উপ‌স্থিত ছি‌লেন।

এবছর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ডুসাইলের পক্ষ থেকে দেওয়া হয় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা এবং তার সাথে নবম-দশম শ্রেণির শিক্ষার্থী যারা 'Docile Talent Hunt Contest-2025' এ ভালো ফলাফল করছে তাদেরকেও দেওয়া হবে বিশেষ পুরস্কার ও সম্মাননা। উক্ত সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান টি টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের কামিনী মঞ্চে অনুষ্ঠিত হয় আজ ১২ ই জুন ২০২৫, রোজ বৃহস্পতিবার।