ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


ময়মনসিংহে বাস উলটে হেল্পার নিহত, আহত ১৯


প্রকাশিত:
১১ জুন ২০২৫ ১৫:১৮

ময়মনসিংহে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উলটে মঞ্জুরুল হাসান (৪১) নামে একজন চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৯ জন যাত্রী।

বুধবার (১১ জুন) সকালে নগরীর চায়না মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জুরুল হাসান শেরপুরের শ্রীবরদী এলাকার বাসিন্দা। আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, শেরপুর থেকে ছেড়ে আসা জুনায়েদ এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। এসময় নগরীর শম্ভুগঞ্জ চায়না মোড় এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ডিভাইডার ভেঙে উলটে যায়। এতে ঘটনাস্থলে বাসচালকের সহকারী মঞ্জুরুল হাসান মারা যান। আহত হন আরও ১৯ জন যাত্রী।

দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।