ঢাকা রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫, ১৫ই পৌষ ১৪৩২


শেরপুরে তারাকান্দীতে দূঘটনায় নিহত এক


প্রকাশিত:
৬ জুন ২০২৫ ১৫:২১

ঢাকা শেরপুর মহাসড়কের শেরপুর সদরে তারাকান্দী বাজারের পূর্বে বাগানবাড়ীতে ৬জুন শুক্রবার সকাল ৫ ঘটিকার সময় সোনার বাংলা গাড়ী যার নাম্বার ঢাকা মেট্রো ব ১৫-৮১২২ গাড়ীটির চালক ঘোমিয়ে পড়ার কারনে রাস্তার পার্শ্বে উল্টে যায় এতে শেরপুরের বাজিতখিলা গ্রামের আকমল হুসেন( ৪০) একজন নিহত সহ অনেকেই গুরুতর আহত হন। এলাকাবাসি সূত্রে জানা যায় নিহত আকমল হুসেন ঐ গাড়ীরি হেলপার ছিলেন। উক্ত ঘটনার যাত্রী সহ সকল উদ্ধার পরিচালনা করেন শেরপুর ফায়ার সার্ভিস।

লাশ এখনো ময়নাতদন্তের জন্য রয়েছে ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তন্তর করবে বলে জানুয়েছেন
শেরপুর সদর থানা পুলিশ।