ঢাকা রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫, ১৫ই পৌষ ১৪৩২


দারুস সালামে ছিনতাইকারী সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা


প্রকাশিত:
৩১ মে ২০২৫ ১৬:৫৬

ছবি : সংগৃহীত

ঢাকার দারুস সালামের দ্বীপনগর এলাকায় পিটিয়ে দুই যুবককে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দারুস সালাম জোনের সহকারী কমিশনার ইমদাদ হোসেন বিপুল জানিয়েছেন, শনিবার বেলা ১২টার দিকে দুই যুবক ওই এলাকায় যাওয়ার পর স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে পিটুনি দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

প্রাথমিকভাবে একজনের নাম তানভীর বললেও বাকি একজনের নাম পুলিশ এখন জানতে পারেনি। নিহত দুই যুবককে চিহ্নিত ‘মাদক কারবারি ও ছিনতাইকারী’ বলছে পুলিশ।

সহকারী কমিশনার বিপুল বলেন, “গতকাল ওই এলাকায় মাদকবিরোধী একটা বড় অভিযান হয়েছিল। এই নিয়ে ওই এলাকায় বেশ উত্তেজনা ছিল। আজ দুইজন ওই এলাকায় যায়। তারপর মাদক কারবারিরা প্রকাশ্যে ধারালো অস্ত্রসহ মহড়া দিতে বের হলে গণপিটুনির শিকার হয়।”