ঢাকা সোমবার, ১০ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


কুয়েটের মেধাবী ছাত্র ইফাজের উপর হামলার প্রতিবাদে নাগেশ্বরী সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল


প্রকাশিত:
২৯ মে ২০২৫ ২১:৫৪

কুয়েটের মেধাবী ছাত্র মোঃ ইফাজুল হক ইফাজের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ২৯ মে বৃহস্পতিবার দুপুরে নাগেশ্বরী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাগেশ্বরী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। মিছিলে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভকারীরা এ সময় ইফাজের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, "একজন মেধাবী ছাত্রের উপর এ ধরনের হামলা শুধু ব্যক্তি ইফাজ নয়, গোটা ছাত্রসমাজের উপর হামলা।"

ছাত্রদল নেতারা আরও জানান, আগামীতে দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।