ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাইক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত


প্রকাশিত:
২৪ মে ২০২৫ ১৭:২২

ছবি : সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে ধাক্কা লেগে এক নারী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন তার স্বামী।

শনিবার বেলা পৌনে ১২টার দিকে মুন্সীগঞ্জের হাঁসাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী। নিহত হয়েছেন- শাকিলা আক্তার (৩৫); আহত হয়েছেন তার স্বামী শাকিব গাজী (৪২)। ঢাকার আদাবরের বাসিন্দা শাকিব ব্যবসা করতেন আর শাকিলা সেখানকার একটি কিন্ডারগার্ডেনে শিক্ষকতা করতেন।

ওসি আব্দুল কাদের জিলানী বলেন, ওই দম্পতি ফরিদপুরের ভাঙ্গার বাকপুরা গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকার বাসায় ফিরছিলেন। পথে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে একটি বাসকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান চালক শাকিব।

এতে তাদের মোটরসাইকেলটি সড়কদ্বীপে ধাক্কা দিলে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই নিহত হন শাকিলা। গুরুতর আহত হন শাকিব।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নারীর লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আব্দুল কাদের বলেন, নিহতের লাশ হাইওয়ে থানায় পুলিশ হেফাজতে আছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।