সাতক্ষীরায় চিশতীকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আলটিমেটাম

সাতক্ষীরা পৌরসভার মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে সাত দিনের সময় বেঁধে দিয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতী।
বৃহস্পতিবার (২২ মে) সকালে সাতক্ষীরা পৌরসভায় দলীয় নেতা-কর্মীসহ সমর্থকদের নিয়ে আলটিমেটাম দেন তিনি।
তাজকিন আহমেদ চিশতী বলেন, ‘২০২৩ সালে মেয়র পদে নির্বাচিত হয়েও বিগত আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেআইনিভাবে মেয়র পদ শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা হয়।’
ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলে আদালত তা স্থগিত করে দেন। দীর্ঘ শুনানি শেষে চলতি বছরের ১ জানুয়ারি হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চ রুলটি নিষ্পত্তি করেন।
আইনিভাবে এখনো নিজেকে মেয়র দাবি করে চিশতী বলেন, ‘সরকার পৌরসভায় প্রশাসক বসিয়েছে। আমি সম্মান দেখিয়ে উকিল নোটিশ পাটিয়েছি। ৭ দিনের মধ্যে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে সাতক্ষীরায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি হাতে নেওয়া হবে।’