চকরিয়ায় একেএস ডায়াগনস্টিক সেন্টার ও একেএস ফার্মেসি উদ্বোধন

কক্সবাজারের চকরিয়ায় একেএস ডায়াগনস্টিক সেন্টার এবং একেএস ফার্মেসির আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। ২০ মে সকাল ১১টায় উক্ত অনুষ্ঠানটি করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এ. কে. শামসুদ্দিন খান, ডেনমার্কের ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভেলপিং কান্ট্রিজ(ওঋট) মি. ক্লাউস প্রেবেনসেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মিস. সামানজার এস. খান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল এমরান চৌধুরী।
বক্তারা বলেন, একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের এই উদ্যোগ চকরিয়া, মহেশখালী, মাতারবাড়ি, বদরখালী, ঈদগাও, পেকুয়া, লামা-আলীকদম, কুতুবদিয়া ও আশেপাশের অঞ্চলের স্থানীয় জনগণের জন্য উন্নত ডায়াগনস্টিক সেবা, মানসম্মত ঔষধ এবং নির্ভরযোগ্য পরামর্শ সরবরাহ করবে, যা স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে। তারা আশা প্রকাশ করেন যে, উদ্যোগটি এই সকল অঞ্চলের স্বাস্থ্যসেবা খাতে একটি ইতিবাচক পরিবর্তন আনবে। স্বাস্থ্যসেবাকে আরও উন্নত, সহজলভ্য, সাশ্রয়ী এবং আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা এদেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করতে চাই।"
আইএফইউ একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার সংস্থা, সারা বাংলাদেশ জুড়ে ১০০টিরও বেশি নতুন ফার্মেসি এবং ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠায় সহযোগিতা করছে।