ঢাকা সোমবার, ১৯শে মে ২০২৫, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২


কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে ৩ ভাই-বোন আহত


১৯ মে ২০২৫ ১৩:১৭

আপডেট:
১৯ মে ২০২৫ ১৭:০৪

যশোরে বোমা বিস্ফোরণে আহত এক শিশুকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

যশোর সদর উপজেলায় বাড়ির পাশে মাঠে ‘খেলার সময় কুড়িয়ে পাওয়া বোমা’ নিয়ে ঘরে ফেরার পর বিস্ফোরণে একই পরিবারের তিন শিশু আহত হয়েছে; যারা সম্পর্কে আপন ভাই-বোন।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত।

আহতরা হলো- ওই এলাকার শাহাদাত হোসেনের ছেলে সজিব আহম্মেদ (৭), মেয়ে খাদিজাতুল কুবরা (৫) ও আয়েশা সুলতানা (৩)। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পরিবারের সদস্যরা বলছেন, বোমাটি তাদের ছেলে সজিব বাইরে কুড়িয়ে পায়। তবে তদন্ত করা হচ্ছে, বোমাটি ঘরে ছিল, নাকি বাইরে থেকে শিশুরা নিয়ে এসেছে।”

প্রতিবেশী আক্তারুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনে শাহাদতের বাসায় যান তারা। সেখানে তিন ভাই-বোনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

তিনি বলেন, “সকালে সজিব বাড়ির পাশের মাঠে খেলা করছিল। বাড়ি ফেরার পথে সে একটি টেপ মোড়ানো কৌটা কুড়িয়ে পায়। সেটি তুলে বাসায় নিয়ে দুই বোনের সঙ্গে বল হিসেবে খেলা করছিল। এ সময় সেটির বিস্ফোরণ ঘটে।”

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ইমন হোসেন বলেন, আহত তিনজনের মধ্যে আয়েশা ও সবুজের অবস্থা গুরুতর। তাদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

ওসি আবুল হাসনাত বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক দল আহতদের বাড়িতে ও হাসপাতালে অবস্থান করছে। বিষয়টি তদন্তপূর্বক বিস্তারিত জানানো সম্ভব হবে।