ঢাকা মঙ্গলবার, ২০শে মে ২০২৫, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২


শেরপুরে জুলাই যোদ্ধাদের মাঝে ৪৪ লক্ষ টাকার চেক বিতরণ


১৭ মে ২০২৫ ১৮:২৭

আপডেট:
২০ মে ২০২৫ ০৫:২৭

জুলাই গণঅভ্যূথানের আহত সি ক্যাটাগিরর শেরপুর জেলার জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। ১৭ মে ২৫ শনিবার জেলা প্রশাসকের আয়োজনে ও শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এর সভাপতিত্তে উক্ত কার্যালয়ের সম্মেলন কক্ষে বেলা ১২ ঘটিকার সময় শেরপুর জেলার সকল জুলাই অভ্যূথানের সকল শিক্ষার্থি ও তাদের অভিভাবক একত্রিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃহাফিজা জেসমিন, শেরপুর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহিন আরো উপস্থিত ছিলেন শেরপুর জেলা বৈষম্য বিরোধীর নেতাগন।

এসময় ৪৪ জন সি ক্যাটাগরির আহতদের মাঝে এক লক্ষ টাকা করে চেক বিতরণ করা হয়। যারা চেক পেলেন তারা হলেন ১। সাগর হুসেন ২।বিল্লাল ৩। মোঃ সোহেল রানা ৪।তারেক হাসান। ৫.শাকিল হুসেন। ৬। লাভলু মিয়া ৭. আরিফুল ইসলাম. ৮.সুজন মিয়া. ৯. শফিকুল ইসলাম সিফাত। ১০. হারুন মিয়া.১১.নাঈম ১২.জাহাঙ্গীর আলম ১৩.আল আমিন ১৪.সজীব মিয়া ১৫.মুনজির হোসেন. ১৬.সুজন মাহমুদ ১৭. অনিক.১৮. কামরুল ইসলাম. ১৯. হাসর উদ্দীন. ২০.জাকির হুসেন. ২১. আশিকুর রহমান.২২.মনির হুসেন. ২৩. আসাদুজ্জামান. ২৪. আব্দুল মোতালেব.২৫.মছির উদ্দীন ২৬.সাজ্জাদ হুসেন.২৭.হাসিবুল হাসান ২৮. বাহার আলী.২৯.ডালিম. ৩০.শাকিল মিয়া. ৩১. আল মামুন সরকার ৩২.মাহমুদা তাসনিম ৩৩. মো.শাহিন আলম ৩৪.সেলিম মিয়া ৩৫. জিসান আহাম্মেদ রনি ৩৬. জাহিদ হাসান. ৩৭.ইবনুল মাশরাফি রিদম ৩৮.আকাশ মিয়া. ৩৯. লিটন. ৪০ আমির হুসেন.৪১.মনির উদ্দিন. ৪২. লাভলু.৪৩.নজরুল হক সহ মোট ৪৪ জনকে ১ লক্ষ টাকা করে মোট ৪৪ লক্ষ টাকা অনুদান প্রদান করাহয়।

এ সময় এক জুলাই যোদ্ধা বলেন আমি এ ক্যাটাগরিতে থাকার কথা কিন্তুু আমাকে সি ক্যাটাগরিতে রাখা হয়েছে এ ব্যাপারে জেলা প্রশাসক মহোদয় এর সদয় দৃষ্টি কামনা করছি।