খুলনায় মাহিন্দ্রা-লরির সংঘর্ষে নিহত ৩, আহত ৪

খুলনার ডুমুরিয়া উপজেলায় তিন চাকার যান মাহেন্দ্র ও তেলবাহী লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও চারজন।
শনিবার বেলা ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে উপজেলার গোলনা এলাকায় ডুমুরিয়া ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে ডুমুরিয়া থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. মাসুদ রানা জানান।
নিহতরা হলেন- কয়রা উপজেলার ভাণ্ডারপোল গ্রামের মাহেন্দ্র চালক রফিকুল ইসলাম গাজী, কুশারডাঙ্গা গ্রামের সাইফুল ইসলাম সানা এবং একই গ্রামের আব্দুর রশিদ।
পুলিশ জানায়, তেলবাহী লরিটি খুলনা থেকে চুকনগর যাচ্ছিল। আর চুকনগর থেকে খুলনায় যাচ্ছিল মাহিন্দ্রটি। পথে দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় জানতে কাজ চলছে বলেও জানায় পুলিশ।