দক্ষিণাঞ্চলকে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় "শক্তি"

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে, যার সম্ভাব্য নাম ‘শক্তি’। ঘূর্ণিঝড়টি ২৪ থেকে ২৬ মে’র মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের খুলনা অঞ্চল দিয়ে উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের এই পিএইচডি গবেষক রোববার এক ফেসবুক পোস্টে জানান, ২৩ থেকে ২৮ মে’র মধ্যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে। এর গতিপথ ভারতের ওড়িশা উপকূল থেকে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, বঙ্গোপসাগরের আবহাওয়াগত পরিবেশ ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অত্যন্ত অনুকূল হয়ে উঠছে। ফলে এটি এখন শুধু সময়ের ব্যাপার।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এখনো ঘূর্ণিঝড় "শক্তি" সম্পর্কে চূড়ান্ত সতর্কতা জারি হয়নি, তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিশেষজ্ঞরা উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের এখন থেকেই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।