ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত


১৩ মে ২০২৫ ১৭:২৩

আপডেট:
১৪ মে ২০২৫ ০২:১০

সিরাজগঞ্জের বেলকুচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ মে ( রোজ সোমবার ) সন্ধ্যা ৭ ঘটিকার সময় বেলকুচি পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে,ঐতিহ্যবাহী চালা সাত রাস্তার মোড় ৩ নং ওয়ার্ড বিএনপি'র কার্যালয়ে এই প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রস্তুতিমূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বেলকুচি পৌরসভা ৩ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোঃ গঞ্জের আলী প্রামানিক। ৩ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি'র সাবেক প্রচার সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ন আহবায়ক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ রিজন আহমেদ। আরো উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড সেন্টার কমিটির আহ্বায়ক মোঃ কাওসার হোসেন লিটন, ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ পান্না প্রামানিক, সদস্য মোঃ হাসেম প্রামানিক, সদস্য মোঃ নূরনবী মন্ডল, সদস্য মোঃ সুমন মন্ডল, সদস্য মোঃ রাব্বি মন্ডল, সদস্য মোঃ বাচ্চু মন্ডল, মোহাম্মদ শফি প্রামানিক, গোলাম মন্ডল, হাবিব মন্ডল, মোহাম্মদ আলী, রুবেল শেখ সহ সর্বস্তরের জনসাধারণ

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রিজন আহাম্মেদ বলেন, তরুণ ও যুবকদের সাহস এবং বয়স্কদের বুদ্ধি,একসাথে সমন্বয় করলে দলের যে কোন কর্মসূচি সফল করা সম্ভব। তাই আগামী ৩০ তারিখ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানান। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে প্রস্তুতিমূলক আলোচনা সভার সমাপ্ত ঘোষণা করা হয়।