ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


হোমনায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন, আসামীরা গ্রেফতার না হওয়ায় আতঙ্কিত ভিকটিমের পরিবার


১০ মে ২০২৫ ২২:০৫

আপডেট:
১১ মে ২০২৫ ০১:৫২

হোমনায় মুন্সী পলাশ(২৫) এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। হোমনার ছয়ফুল্লাকান্দি এলাকাবাসীর আয়োজনে আজ ০৮ মে ২০২৫ শনিবার বিকেলে উপজেলার ছিনাইয়া মোড় এলাকায় (হোমনা-ঢাকা সড়কে) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সন্ত্রাসী ইউনুছ ও তার সহযোগীদের বিচারের দাবিতে শত শত নারী-পুরুষ এতে অংশগ্রহণ করে।

এসময় মুন্সি পলাশের মা শিক্ষিকা সালমা আক্তার বলেন, 'গত ০৫ মে সন্ধ্যায় দেশীয় অ*স্ত্রশস্ত্র নিয়ে আমার একমাত্র পুত্র পলাশের উপর অতর্কিত হামলা করে ছয়ফুল্লাকান্দি গ্রামের অহেদ আলীর পূত্র মোহাম্মদ ইউনুছ এবং তার সহযোগীরা। এতে আমার পুত্র পলাশ মারাত্মক আহত হয়। পরে তাকে আমরা হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। অবস্থা খারাপ দেখে ডাক্তারগণ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এখনো তার চিকিৎসা চলছে।

পরে আমি ৮মে ২০২৫ তারিখে হোমনা থানায় গিয়ে মো: ইউনুছ এবং তার সহযোগীদের আসামি করে একটা মামলা করি। এখনও কোনো আসামি গ্রেফতার হয় নি। আমরা প্রাণভয়ে দিন কাটাচ্ছি। আমাদের দাবি- অতিদ্রুত সন্ত্রাসী ইউনুছ এবং তার সহযোগীদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসা হউক। এর আগেও তারা আমার ছেলের উপর হামলা করেছিলো।

জায়গাজমি সংক্রান্ত বিরোধ নিয়ে তারা আমার স্বামী আবদুল মতিন মুন্সিকে হত্যা করেছিলো। সেই হত্যামামলাও চলমান রয়েছে।

এসময় আরও বক্তব্য রাখেন, আহত পলাশের স্ত্রী সাবিহা জান্নাত শিফা, বোন মাহমুদা আক্তার মিতা এবং শাহ আলী মেম্বার প্রমুখ।