শেরপুরে সীমান্ত এলাকায় ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি ১ হাজার ৩ শত ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে শেরপুর ঝিনাইগাতি থানা পুলিশ।
আজ শনিবার ১০ মে ভোরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারত সীমান্ত ঘেষা সন্ধ্যাকুড়া ছালমা রাবার বাগানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যাকুড়া ভারত সীমান্ত ঘেষে অবস্থিত ছালমা রাবার বাগান হয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ পাঁচারের গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিকদল শনিবার ভোর ৫ টার দিকে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ভারত থেকে আমদানিকৃত মাদক ফেলে রেখে চোরাকারবারিরা কৌশলে পালিয়ে যায়। পরে ঝিনাইগাতি থানা পুলিশ মাদক কারবারিদের ফেলে রাখা ১ হাজার ৩ শত ৮৬ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ উদ্ধারকৃত মাদক এর ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন সত্যতা নিশ্চিত করেছেন।