ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


নাগেশ্বরীতে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ ও গণমিছিল


১০ মে ২০২৫ ১৭:০৫

আপডেট:
১০ মে ২০২৫ ২০:৪৩

আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ ও গণমিছিল করেছে গণঅধিকার পরিষদ, নাগেশ্বরী উপজেলা শাখা। শুক্রবার (৯ মে) রাত ৯টায় উপজেলা কার্যালয় থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

গণমিছিলে অংশ নেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে আয়োজিত সমাবেশে আওয়ামী লীগসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন নিষিদ্ধের দাবি জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন—বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক আ. লতিফ, শ্রমিক অধিকার পরিষদ জেলা সভাপতি শিমুল মাহমুদ, যুব অধিকার পরিষদ জেলা সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল হক এবং গণঅধিকার পরিষদ নাগেশ্বরী উপজেলা শাখার সাবেক আহ্বায়ক মোশার্রিফুল ইসলাম বাবু।

বক্তারা বলেন, “আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দেশের জনগণের ওপর ফ্যাসিবাদী শাসন কায়েম করে রেখেছে। এই দলের হাতে গণহত্যা সংঘটিত হয়েছে। আমরা এর বিচার চাই এবং দলটিকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানাই।” তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে, আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

সমাবেশ চলাকালে ‘নো মোর আওয়ামী লীগ, নো মোর হাসিনা’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে শহরের বাসস্ট্যান্ড এলাকা। কর্মসূচির ফলে ওই এলাকায় তীব্র যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়।