কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা ও ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৪৪ রোহিঙ্গা আটক

কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৪৪ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এর মধ্যে আটজন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। বাকি ৩৬ জনের মধ্যে ভূরুঙ্গামারী সীমান্ত থেকে আটক ১৪ জন রোহিঙ্গা নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি। অন্যদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে ।
বুধবার (৭ মে) ভোরে রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ও ভূরুঙ্গামারী উপজেলার ভাওয়ালকুরি সীমান্ত দিয়ে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদেরকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে এলাকার লোকজন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ভোরে রৌমারীর বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। ধারণা করা হচ্ছে এদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আটকদের পরিচয় যাচাই বাছাই করছে বিজিবি।
কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক জানান, ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত এলাকায় আট নারী-শিশুসহ ১৪ জনকে আটক করা । তারাও সবাই রোহিঙ্গা বলে নিশ্চিত করেছেন বিজিবি।