ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


জামালপুরের নরুন্দিতে ৭ জুয়ারি গ্রেপ্তার


৭ মে ২০২৫ ২১:৫৬

আপডেট:
৮ মে ২০২৫ ১৭:২০

জামালপুর নরুন্দি তদন্ত কেন্দ্র পুলিশের একটি বিশেষ অভিযানে মঙ্গলবার ৬মে ২০২৫ রাত ৩টা সময় জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের তাজপুর গ্রামে জুয়ার আসর থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ পরিদর্শক মোঃ ওবাইদুল হকের নেতৃত্বে এসআই মোহাম্মদ আশরাফুল হক, এএসআই মোঃ আব্দুল হালিম, এএসআই উদয় কুমার চক্রবর্তী, কনস্টেবল মোঃ রাইসুল ইসলাম কনস্টেবল রতন মিয়া এবং কনস্টেবল নাঈম সমন্বিত একটি টিম এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে তাজপুর গ্রামের হরি বাবুর মালিকানাধীন হরেক রকমের গাছের বাগানের পশ্চিম পাশে টর্চ লাইটের আলোতে জুয়া খেলার সময় ৭ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন:
আব্দুল মান্নান (৪৫), পিতা-মৃত ফয়েজ উদ্দিন মন্ডল, গ্রাম -কোচনধরা,মোঃ ছাবেদ আলী খাঁজা (৪৯), পিতা-মৃত আলাল উদ্দিন, গ্রাম পশ্চিম কোচনধরা ৩. মঞ্জুরুল হক (৩৮), পিতা-মোঃ ইয়াকুব আলী, -তাজপুর ৪. মোঃ সাইদুর রহমান (৩৮), পিতা-আব্দুস সামাদ, গ্রাম-শ্রীবাড়ী (তারাগঞ্জ বাজার), মোঃ আজিজুল হক (৫৫), পিতা-মৃত জয়নাল মন্ডল, গ্রাম -মোহনপুর (বেলবেলিয়া),ফরহাদ আলী (৪২), পিতা-মোঃ ইদ্রিস আলী, গ্রাম:কোচনধরা পশ্চিমপাড়া,হেলাল উদ্দিন মিস্ত্রি (৫৫), পিতা-মৃত দুলাল উদ্দিন মিস্ত্রি, গ্রাম মোহনপুর (নয়াপাড়া)গ্রেফতারকৃতদের কাছ থেকে জুয়া খেলার ৪,৯১০ টাকা জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।