ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


বেলকুচিতে বেগম খালেদা জিয়ার দেশে আগমন উপলক্ষে পৌর শ্রমিক দলের আনন্দ মিছিল অনুষ্ঠিত


৭ মে ২০২৫ ২১:৪২

আপডেট:
৮ মে ২০২৫ ১৭:০৬

সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে আগমন উপলক্ষে বেলকুচি পৌর শ্রমিক দলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৬ মে ( মঙ্গলবার ) বিকাল ৫ ঘটিকার সময় ঐতিহ্যবাহী আলহাজ্ব সিদ্দিকী উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন বেলকুচি পৌর শ্রমিক দলের অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়।

উক্ত মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ন সম্পাদক ও বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম। আরো উপস্থিত ছিলেন বেলকুচি পৌরসভা বিএনপি'র যুগ্ম সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম শফি, বেলকুচি উপজেলা বিএনপি'র সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, সাবেক বিএনপি নেতা এন্তাজ আলী প্রামানিক, শ্রমিক নেতা মোহাম্মদ আবুল হাসেম (সাজু), শ্রমিক নেতা কালু প্রামানিক, শ্রমিক নেতা মোঃ হাশেম ড্রাইভার, শ্রমিক নেতা মোহাম্মদ মুক্তার হোসেন, শ্রমিক নেতা মোঃ আসাদুল ইসলাম,শ্রমিক নেতা মোহাম্মদ সাদ্দাম হোসেন, শ্রমিক নেতা মোহাম্মদ আলমগীর হোসেন,শ্রমিক নেতা হিরন প্রামানিক, শ্রমিক নেতা গোলজার হোসেন, শ্রমিক নেতা শফিকুল ইসলাম, সাবেক যুবদল নেতা আইয়ুব আলী প্রামানিক সাবেক যুবদল নেতা মোহাম্মদ বাচ্চু মিয়া সহ আরো অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি পৌর শ্রমিক দলের অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে বেলকুচি মুকুন্দ গাতি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।